

চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ৯ অক্টোবর থেকে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের অনুশীলন রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।
সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্য-সচিব মোহা: শাহ জাহান।
আরো পড়ুন : চাক্তাইয়ে গণশৌচাগারের আড়ালে দোকান গুঁড়িয়ে দিল চসিক
আরো পড়ুন : দক্ষ জনশক্তি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নোমান আল মাহমুদ, চন্দর ধর, এ.এস.এম সাইফুদ্দীন চৌধুরী, আব্দুর রশিদ লোকমান, আলী হাসান রাজু, মো: জাফর ইকবাল, কাজী মো: জসিম উদ্দিন, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষকবৃন্দ প্রমূখ।
অনুশীলন সময়সূচী
২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সকালে ডা: কামাল এ খান একাদশ, এস.এম. কামাল উদ্দিন একাদশ এবং বিকালে এম.এ.তাহের (পুতু) একাদশ, রফিক আহমেদ চৌধুরী একাদশ,
৪ অক্টোবর থেকে সকালে এম.এ.তাহের (পুতু) একাদশ, রফিক আহমেদ চৌধুরী একাদশ এবং বিকালে ডা: কামাল এ খান একাদশ, এস.এম. কামাল উদ্দিন একাদশ এম.এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে।















