
চট্টগ্রাম : নগরীর একমাত্র মৎস্য শিল্প কেন্দ্র ফিশারীঘাট ধ্বংস ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি ও সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার।
আরো পড়ুন : বিষপানে বৌদ্ধ ভিক্ষুর আত্মহত্যা বান্দরবানে
আরো পড়ুন : ছদ্মবেশে আত্মগোপনে থাকা তারেককে গ্রেফতার করল র্যাব
মো. কাউসারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মৎস্য শিল্প কেন্দ্র ফিশারীঘাটের ব্যবসায়ীরা প্রতি বছর সরকারকে ৩০ লক্ষ টাকা কর সরকারী কোষাগারে জমা দেন। এই ফিশারীঘাটে মৎস্য শিল্প কেন্দ্রের কারণে লক্ষ লক্ষ শ্রমজীবী নারী-পুরুষ জীবন জীবিকা নির্বাহ করে। একটি কুচক্রী মহল এই বাজার ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত। এই বাজার নিয়ে ভবিষ্যতে কোন ষড়যন্ত্র হলে বাজার ব্যবসায়ী এবং শ্রমিক জনগণকে নিয়ে তীব্র আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। সমাবেশশেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম.এ মোতালেব তালুকদার, যুগ্ম আহবায়ক এম.এ ফজলুল হক, এম.এ গাফফার কুতুবী, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মৌলভী সিরাজুল ইসলাম, মো. আজিজ সওদাগর, এস.এ কুতুব উদ্দীন, হাজী নওশদ আলী, মো. সেলিম উল্লাহ, রমজান আলী মিন্টু, মো: এরশাদ, মো. জসিম, ইসমাইল কুতুবী, মমিনুল আলম, সামশুল আলম, মো. রাসেল, মো: সেলিম প্রমুখ।