চট্টগ্রামে গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ৮

গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ৮
গণধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ৮

চট্টগ্রাম : গণধর্ষণের ঘটনায় এক নারি সহযোগিসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুকবার (৯ অক্টোবর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন-জাহাঙ্গীর (৩৮), মো. ইউসুফ (৩২), মো. রিপন (২৭), মো. সুজন (২৪), দেবু বড়ুয়া প্রঃ জোবায়ের হোসেন (নও মুসলিম)(৩১), মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রঃ বিপ্লব (৩০)। এছাড়াও গণধর্ষণে সহায়তা করার অপরাধে মনোয়ারা বেগম(৫৫) প্রকাশ লেবুর মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের মধ্যে ৪জন সিএনজি চালক, ২জন ভবঘুরে ও একজন গৃহিণী।

আরো পড়ুন : চলমান কাজ শেষ হলে, নতুন প্রকল্প প্রাপ্তির পথ সুগম হবে : এলজিইডি মন্ত্রী
আরো পড়ুন : কিশোর-যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান খোন্দাকার জানান, ২২ বছরের ওই নারি গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১০টা দিকে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামের বাসায় ফিরছিলেন। পরে কাপ্তাই রাস্তার মাথা থেকে রিক্সাযোগে চকবাজারের বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর এলাকায় পৌছুলে তাকে টেনে হেঁচড়ে রিক্সা থেকে নামিয়ে আরাকান রোডের জনৈক আনোয়ারের বিল্ডিং এর ডান পাশের গলিতে নিয়ে অন্তত ৮ থেকে ১০ জন মিলে ধর্ষণ করে। বর্তমানে ওই নারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে চিকিৎসাধীন রয়েছে।

আটকদের বিরুদ্ধে বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন