মিরসরাই ইউএনও’র সাথে ইপসা ইকোট্যুরিজম টিমের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে নতুন ইউএনও’র সাথে ইপসা ইকোট্যুরিজম টিমের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম : ইপসা ইকোট্যুরিজম টিম সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ইউএনও মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।

আরো পড়ুন : বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার সন্দ্বীপে
আরো পড়ুন : হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষনিক ট্রেড লাইসেন্স

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ইমাম উদ্দিন খান, ইপসা মিরসরাই ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’র শাখা ব্যবস্থাপক সুকুমার নাথ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সৈকত চন্দ্র পাল। সাংবাদিক ও উন্নয়নকর্মী হাকিম মোল্লা।

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএএফ) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর সহযোগিতায় ‘চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।