সুবিধাভোগীরা যেন শ্রমিক লীগে ঢুকতে না পারে : নওফেল

চশমা হিলের বাসভবনে নগর জাতীয় শ্রমিক লীগের নেতাদের সাথে বৈঠকে বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম : একটি বিষয়ে সচেতন থাকতে হবে। কোনো সুবিধাভোগী ব্যানারের নামে কোনোভাবেই যাতে কোনো অপশক্তি শ্রমিক লীগের ব্যানারে ঢুকতে না পারে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এটাই হোক আপনাদের সম্মিলিত প্রত্যয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে চশমা হিলের বাসভবনে নগর জাতীয় শ্রমিক লীগের নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় বৈঠকে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরো পড়ুন : মিরসরাই ইউএনও’র সাথে ইপসা ইকোট্যুরিজম টিমের সৌজন্য সাক্ষাৎ
আরো পড়ুন : বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার সন্দ্বীপে

নওফেল বলেন, দেশে রাজনৈতিক প্রতিপক্ষ গোষ্ঠী কোনো রাজনৈতিক ইস্যু না পেয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তারা এর আগেও বহু সামাজিক আন্দোলনকে বিপথে পরিচালিত করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে।

‘এই ব্যাপারে শ্রমিক লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। কারণ এই সরকার শ্রমিকবান্ধব সরকার। ’

বৈঠকে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, শ্রমিক লীগ নেতা ও সংগঠক আবুল হোসেন আবু, অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি গাজী জসিম উদ্দিন, কৃষি ব্যাংক সিবিএ সভাপতি আকবর হোসেন, সিটি ব্যাংক সিবিএ সভাপতি একে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন