পল্লী চিকিৎসক প্যাড-কার্ডে জুড়ে দিলেন এমবিবিএস ডিগ্রী

হাটহাজারীর ফতেয়াবাদে আলম ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম : মো. নুর আলম এলএমএফ কোর্স সম্পন্ন করেই নিজের নামে ছাপানো লেটার হেড প্যাডে জুড়ে দিয়েছেন এমবিবিএস চিকিৎসক। তার ব্যবহৃত সীল ও ব্যবসা-পরিচিতি কার্ডে এমবিবিএস চিকিৎসক লিখে এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতের দেয়া জরিমানা গুণলেন ওই পল্লী চিকিৎসক।

সোমবার (১৯ অক্টোবর) হাটহাজারীর ফতেয়াবাদ বটতলী এলাকায় আলম ফার্মেসিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ ৩০ হাজার টাকা অর্থ দন্ড আরোপ করেন।এসময় অর্থদন্ডের পাশাপাশি জব্দ করা হয় প্যাড, সিল ও ভিজিটিং কার্ড।

আরো পড়ুন : ঢাকা মাগুরায় ভোট ডাকাতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
আরো পড়ুন : গণধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার বান্দরবানে

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্যাহ বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন স্যারের নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি পল্লী চিকিৎসক সত্বেও এমবিবিএস চিকিৎসকের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। তাকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে। জনস্বর্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।