
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) খননকাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরের নিচে চাপা পড়ে সজিব নামে ১১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে খুলশী থানাধীন ওয়্যারলেস গেইটের ৪ নম্বর লেইনে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : ঘুমধুমে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার
আরো পড়ুন : চট্টগ্রামের ছয় ইউনিয়নের পাঁচটিতেই নৌকার জয় জয়কার
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আলী বিন কাসেম বলেন, খননকাজ চালানোর সময় একটি স্ক্যাভেটরের পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। হঠাৎ স্ক্যাভেটরটি চলতে শুরু করলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।