

চট্টগ্রাম : দেশের মা মাছের একমাত্র অভয়াশ্রম হালদা নদীতে ভেসে উঠল ৯ কেজি ওজনের মৃত কাতাল মাছ। বুধবার (২১ অক্টোবর) রাউজানের কেড়াণতলীর বাক মনু মেম্বারের টেক থেকে গড়দুয়ারা নয়ারহাট আইডিএফের সহযোগিতায় মাছটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে। ঠিক কি কারণে মাছটি মারা গেছে তা জানাতে পারেনি স্থানীয় মৎস্য কর্মকর্তা।
আরো পড়ুন : ডাইল ইকবাল ইয়াবাসহ আটক চট্টগ্রামে
আরো পড়ুন : স্ক্যাভেটরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
এপ্রসঙ্গে হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.নাজমুল হুদা জানান, দু একদিন আগেই মারা যাওয়ায় মাছটি অতিরিক্ত ফুলে, দুর্গন্ধ ছড়াচ্ছে। উদ্ধারের পরপরই নদীর পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে। তবে কিভাবে মারা গেছে তা জানা না গেলেও মাছটির পেটে সামান্য আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।














