
চট্টগ্রাম (হাটহাজারী) : বৃক্ষরোপণের মধ্যে দিয়ে হাটহাজারীতে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০। মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ_এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্প্রতিবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদে হাটহাজারী উপজেলা শাখা সংগঠনের আহবায়ক ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। উদ্বোধক ছিলেন গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার।
আরো পড়ুন : শুক্রবার সিরাজুল ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী
আরো পড়ুন : সবুজ পাহাড়ে আর্ট ক্যাম্প : শিল্পীর তুলিতে ঐতিহ্যের প্রতিচ্ছবি
সদস্য সচিব ফরিদ উল্লাহ ও যুগ্ম আহবায়ক মোঃ শোয়েব এর সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি নিসচা হাটহাজারী শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সড়ক যানজটমুক্ত করতে তাদের কার্যক্রম চোখে পড়ার মত। আমরাও চাই সড়ক যানজটমুক্ত করে পথচারীসহ প্রত্যেকটা যানবাহন নির্বিঘ্নে চলাচল করুক। দুর্ভোগ থেকে বাঁচুক সবাই।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যের পর অতিথিরা নিসচা’র নেতৃবৃন্দের হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি চারা তুলে দেয়া হয়।
এ সময় নিসচা হাটহাজারী শাখার যুগ্ম আহবায়ক মো. শাহেদ চৌধুরী, ইউপি সদস্য বাবু খোকন চৌধুরী, মো. ইউনুস খোন্দকার, মো. কুতুব উদ্দীন নওশাদ, মো. ইব্রাহীম, মো. হারুন চৌধুরী, মো. ফোরকান, মো. আজিজুল হক মাদানী, মো. মঞ্জুরুল আলম, এম এইচ সাহেদ, আবদুল করিম, মো. ইমরান বাবু, বাবু নয়ন চৌধুরী, মো. ফরহাদ, মো. জসীম, মাওলানা নিয়াজ মোরশেদ, মো. ফয়জুল এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।