
চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে অভিবাসন বান্ধব বিমানবন্দর হিসেবে রুপান্তর করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান।
রোববার (২৫ অক্টোবর) বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিক পন্থায় গমনকারীদের প্রতিরোধ করার লক্ষ্যে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে আয়োজিত জরুরী সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
আরো পড়ুন : মিরসরাইয়ে ১৩২ ভূমি মালিক পেলেন সাড়ে ২২ কোটি টাকার চেক
আরো পড়ুন : মেয়াদোত্তীর্ণ উপকরণ ক্ষতিকর রং বেকারী পণ্যে, জরিমানা আদায়
সভায় ইমিগ্রেশন পুলিশ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়া, নভোএয়ার, ইউএস বাংলা, এপিবিএন, এয়ারপোর্ট সার্ভিসেস এজেন্ট, স্থানীয় পুলিশ ফাঁড়ি, প্রবাসী কল্যাণ ডেস্ক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অফিস প্রধান উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ডেস্কের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার অভিবাসী সংক্রান্ত আইন, বিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও তার অধীনস্থ দপ্তর সমূহের কার্যক্রম এবং প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রমের বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় বিমানবন্দর সেবার মাধ্যমে অভিবাসী কর্মীদের বিমানবন্দর ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির গৃহিত সিদ্ধান্তসমূহ উত্থাপন করা হয়।
ইমিগ্রেশন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জানান যে, বিশেষ করে ভিজিট ও ট্যুরিস্ট ভিসায় বহির্গমনের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর ভিজিলেন্স টার্স্ক ফোর্স কমিটির সিদ্ধান্ত অনুসারে গমনকারীর বাহ্যিক অবয়ব, পূর্বের বিদেশ ভ্রমণের তথ্য, বয়স, সামাজিক অবস্থা যাচাইপূর্বক শুধুমাত্র প্রকৃত ভিজিটর বা ট্যুরিষ্টদের বিদেশ গমনের অনুমতি প্রদান করা হচ্ছে। ভিজিট ভিসা ব্যবহার করে যেন কেউ কর্মের উদ্দেশ্যে বিদেশ গমন করতে না পারে_সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সদা সতর্ক রয়েছে।
আলোচনাশেষে অভিবাসী কর্মীর সাথে সকল সংস্থার শোভন আচরণ, অভিবাসন সংক্রান্ত নিয়ম নীতি সম্পর্কে প্রান্তিক পর্যায়ে প্রচার প্রচারনা বৃদ্ধিকরণ, অবৈধভাবে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে প্রচার, বিদেশে অবস্থিত দূতাবাস ও শ্রমকল্যাণ উইং এর মাধ্যমে অভিবাসন সম্পর্কিত প্রচার, অভিবাসন সংক্রান্ত বিষয়ে নিয়মিত সভা, রিক্রুটিং এজেন্সী ও ট্রাভেল এজেন্সীর সাথে নিয়মিত মতবিনিময় সভা, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের বহির্গমন ও আগমনি কাউন্টার বৃদ্ধি ও ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় সকলে ঐক্যমত পোষণ করেন।