ফ্রান্সের পণ্য বর্জন করাটাই প্রথম প্রতিবাদ

হাটহাজারীতে অনুষ্ঠিত মানববন্ধন

চট্টগ্রাম : ফ্রান্সের পণ্য বর্জন করাটাই প্রথম প্রতিবাদ। আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমাদের প্রাণের মহানবী হজরত মোহাম্মদ (সঃ)’কে ব্যঙ্গ করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আগুন দিয়েছে। যতদিন পর্যন্ত না ফ্রান্স রাষ্টীয়ভাবে ক্ষমা না চাইবে ততদিন মুসলমানদের আন্দোলন চলমান থাকবে।

আরো পড়ুন : ইউপি সদস্যের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধার

ফ্রান্সে মহানবী (স)’কে কার্টুনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদে আছর হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট কেন্দ্রীয় মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মকবুল আহমদ শাহ (রহঃ) স্মৃতি সংসদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা করেন।

সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন মকবুলিয়া আহমদিয়া দরবারের শাহজাদা সৈয়দ নুরুল আজম শাহ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ নাঈম, মোঃ ফরিদুল আলম, ওয়াহিদ রিয়াদ, মোঃ জামসেদ, মোঃ জাবেদ। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।