পুনর্বিবেচনার আহ্বান
ভ্যাটের হার ১৫ শতাংশই থাকবে : অর্থমন্ত্রী

১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের বিপক্ষে ব্যবসায়ী নেতারা এখনো ঢালাও থাকলেও অনড় অবস্থানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে এক সভায় আসছে বাজেট ও জুলাই থেকে চালু হওয়া নতুন ভ্যাট আইন নিয়ে আলোচনা হয় শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ১ জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে এবং ভ্যাটের হার ১৫ শতাংশই থাকবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এফবিসিসিআই ভ্যাট আইনের ৬৩ ধারার সংশোধন করে দোকান প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভারের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট ধার্য করার দাবি জানিয়ে আসছে। সংগঠনের মতে, এতে ভোক্তাগণ সহজেই ভ্যাট পরিশোধে আগ্রহী হবেন এবং ব্যবসায়ীগণ তালিকাভুক্ত হয়ে আহরিত টার্নওভার কর পরিশোধ করতে উৎসাহী হবেন। ব্যবসায়ীদের পক্ষে বলা হয়েছে, উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে ভ্যাট আইনে প্রদত্ত টার্নওভার করের ওপর প্রদত্ত ভ্যাট রেয়াত গ্রহণেরর সুযোগ দেয়া হয়নি। যেটা আন্তর্জাতিক ভাবে প্রচলিত ভ্যাট ক্রেডিট চেইন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সোমবারের বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ. রহমান ও কাজী আকরামউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীকে নতুন ভ্যাট আইনের রাজনৈতিক দিকটিও বিবেচনা করার অনুরোধ জানানো হয়। যাতে জনগণ ও ব্যবসায়ীদের ওপর ভ্যাটের খড়গ না পড়ে।

বৈঠকের ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মানুষের জন্যই আমরা রাজনীতি করি। সে বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি, ব্যবসাবান্ধব সরকার হিসাবে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তই কাম্য।

শেয়ার করুন