হাটহাজারীতে ইয়াবাসহ আটক ১

পুলিশের হাতে আটক মো. পারভেজ
পুলিশের হাতে আটক মো. পারভেজ

চট্টগ্রাম (হাটহাজারী) : ৯১ পিচ ইয়াবাসহ মো. পারভেজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদুনাঘাট ফাঁড়ি পুলিশ। আটক ব্যক্তি শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ভড়াপুকুর পাড় এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়নস্থ কুয়াইশ ভড়াপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন : জেন্ডার ভিত্তিক সহিংসতা : সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ
আরো পড়ুন : শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজে অগ্রগতি

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯১পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।