
চট্টগ্রামের : হেফাজতের নতুন আমির হয়েছেন জুনায়েদ বাবুনগরী। আর নতুন মহাসচিব করা হয়েছে নূর হোসেন কাসেমীকে। তিনি আগের আগের কমিটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক ছিলেন। বাবু নগরী আগের কমিটিতে তিনি মহাসচিব।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটিতে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের কাউকেই রাখা হয়নি।
আরো পড়ুন : যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের ৯ নেতা
আরো পড়ুন : ছাত্রলীগে পদবঞ্চিতদের অবরোধে গাড়ি ভাঙচুর আটক ৩
এর আগে সকাল সাড়ে ১০টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষা ভবনের তৃতীয় তলায় এ সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে সংগঠনটির প্রায় ৪শ প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত: গত ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। এরপর থেকেই আমির নির্বাচন নিয়ে সংগঠনটির মধ্যে নানা আলোচনা শুরু হয়। শনিবার ঢাকায় ও চট্টগ্রামে পৃথক সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন নিয়ে প্রশ্ন তোলে শাহ আহমদ শফীর অনুসারী একটি অংশ। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রয়াত আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মঈনউদ্দিন। আর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ (রোববার) তাঁদের কাউকেই সম্মেলন স্থলে দেখা যায়নি।