জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি_এই প্রতিপাদ্য নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।

আরো পড়ুন : বায়েজিদে মুক্তিযোদ্ধার সাইনবোর্ডে পাহাড় কাটা বন্ধ করল পুলিশ
আরো পড়ুন : রুবেল-সীমার পরকীয়া প্রেম ফাঁসের ভয়ে অপু জলদাশকে হত্যা

উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সোহেল মিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারি কমিশানার (ভুমি) আশারাফুল হক, প্রাথমিক বিদ্যালের সহকারি শিক্ষা অফিসার মো, আক্তার উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, হাজী এম, এ কালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আ.ম. রফিকুল ইসলাম, সিনিয়র প্রভাষক, আব্দুল মন্নান, বশির কবির চৌধুরী, মনিষা বড়ুয়া, আমানুল হক, নাইক্ষ্যংছড়ি ছালেহ্ আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, বাদল ঘোষ রায়, আব্দুল হালিম ফারুক, সহকারি শিক্ষক, সাজ্জাদ উল্লাহ, সহকারি শিক্ষক মানস মাহাজন, নাইক্ষ্যংছড়ি মাধ্যমি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন অাক্তার, সিনিয়র শিক্ষক, রহমত ছালাম, আব্দুর রহিম, বাইশারী, স্কুল এন্ড কলেজের শিক্ষক সনাতন চন্দ্র দেব।

মেলায় নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রী সরকারি কলেজ, নাইক্ষ্যংছড়ি ছালেহ্ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ও বাইশারী স্কুল এন্ড কলেজসহ মোট ৪ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।