বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন সীতাকুণ্ডে

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন সীতাকুণ্ডে

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় সীতাকু- কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকু- মডেল থানা, সীতাকু- প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। সীতাকু- উপজেলা সমন্বয়কারী ও পল্লী স য় ব্যাংক এর সীতাকুণ্ড শাখা ব্যবস্থাপক মানস নন্দির স ালনায় স্বাগত বক্তব্য রাখেন, সীতাকু- সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

আরো পড়ুন : মহান বিজয় দিবসে শীতার্থদের পাশে জাগরণ ক্লাব
আরো পড়ুন : আগামীর সভ্যতা হবে জ্ঞাননির্ভর ও প্রযুক্তিভিত্তিক: চুয়েট ভিসি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ,সীতাকু- মডেল থানার অফিসার ইন ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা,সীতাকু- প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা মো: শামীম, সীতাকু- ক্রীড়া সম্পাদক দিপক ভট্টাচার্য, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, ফায়ার সার্ভিসের লিডার মাঈন উদ্দিন।

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন সীতাকুণ্ডে

এদিকে বেলা ১১টায় সীতাকু- নব নির্মিত প্রেসক্লাবে দেশের সূর্যসন্তানদের স্মরণে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক।