সেনাবাহিনীর হাতে ২ হাজার ইয়াবাসহ পাড়া প্রধান আটক লামায়

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ আটক পাড়া প্রধান মাংক্রাত মুরুং

লামা : মরণ নেশার বড়ি ২ হাজার ১৫ পিচ ইয়াবাসহ মাংক্রাত মুরুং (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম জোনের সেনা সদস্যরা। আটক ব্যক্তি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে পাহাড়ি পথে আলীকদম সদরের জনৈক ‘গডফাদার’ এর কাছে ইয়াবাগুলি পৌঁছানোর প্রাক্কালে সেনাদের হাতে ধরা পরে। পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর জামান জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এক অভিযানে ২ হাজার ১৫ পিচ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নাম মাংক্রাত মুরুং। মাতামুহুরী রিজার্ভের বড়বেতী তিংলন পাড়ার কার্বারী (পাড়া প্রধান)।

আরো পড়ুন : আল্লামা শফির মৃত্যু নিয়ে করা মামলা আইন অনুযায়ী চলবে : ধর্ম প্রতিমন্ত্রী
আরো পড়ুন : চট্টগ্রাম থেকে পটিয়া-দোহাজারী রুটে ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী

জানা গেছে, শনিবার বিকেলে একটি টিএস গাড়িযোগে ইয়াবা নিয়ে আলীকদম আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা এ সড়কের মেনদন পাড়া আর্মি চেক পোস্ট এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। ইয়াবার গডফাদারদের ধরা হবে।