হাটহাজারীতে ৯ দিন নিখোঁজ স্কুল শিক্ষার্থী

হাটহাজারীতে ৯ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

চট্টগ্রাম (হাটহাজারী) : স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আজ ৯দিন পর্যন্ত ফিরে আসেনি সুফিয়া আক্তার(১৭ নামের এক স্কুল শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থী হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর কোরবান আলি কলোনীর রফিকুল ইসলামের মেয়ে। সে আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর পিতা বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী (১৭৭০/২১) করেছেন।

আরো পড়ুন : বান্দরবান সীমান্তে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত
আরো পড়ুন : পরিচ্ছন্নতা কর্মীরাও করোনা কালের সম্মুখ যোদ্ধা : ইউএনও

ডায়রী সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি ওই শিক্ষার্থী পরিবারকে স্কুলে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। বিকেলেও মেয়ে ঘরে না ফেরায় স্কুলে খবর নিয়ে জানতে পারে সে স্কুলে যায়নি। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার খোঁজ পায়নি পরিবার। ডায়রী সূত্রে আরো জানা যায় তার গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

এপ্রসঙ্গে স্কুলের শিক্ষিকা ইয়াছমিন নেওয়াজ বলেন, সুফিয়া স্কুলে আসার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল বলছেন তার বাবা। কিন্তু সে ঐদিন স্কুলে আসেনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মডেল থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে। বিভিন্ন জায়গায় নিখোঁজ বার্তাটি পৌঁছে দিয়েছি।