অরাজনৈতিক দুই সংগঠনের যাত্রা শুরু ফটিকছড়িতে

অরাজনৈতিক ছাত্র পরিষদ ও যুব পরিষদের যাত্রা শুরু ফটিকছড়িতে

চট্টগ্রাম (ফটিকছড়ি) : সম্পূর্ণ অরাজনৈতিক দুটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ফটিকছড়িতে। ফটিকছড়ি ছাত্র পরিষদ এবং ফটিকছড়ি যুব পরিষদ নামের দুটি সংগঠন ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীক সামাজিক, শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফটিকছড়িস্থ জামাল হোটেলের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। সাংবাদিক এইচএম সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লায়ন জানে আলম, জাহেদুল ইসলাম জাহেদ, নোমান বিন খুরশীদ, সাংবাদিক রায়হান উদ্দীন, কামরুল হাসান মাসুদ, আলমগীর মিয়া, সাব্বির হোসেন সাকিব, আবু নেওয়াজ সাকিব, মাহিন উদ্দীন, তাজুল ইসলাম খোকন, আলাউদ্দীন ইবলু প্রমুখ।

আরো পড়ুন : হাটহাজারীতে ৯ দিন নিখোঁজ স্কুল শিক্ষার্থী
আরো পড়ুন : কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীনকে যুব পরিষদের আহবায়ক ও নোমান বিন খুরশীদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সাংবাদিক এইচএমসাইফুদ্দীনকে ছাত্র পরিষদের আহবায়ক এবং সাব্বির হোসেন সাকিব সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

আহবায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে। একই সঙ্গে ইউনিট কমিটিও গঠন করা হবে।