‘মেলা’ মানে কেনা-বেচা-লাভ নয় : কামরুন মালেক

নগরীর হোটেল আগ্রাবাদে পণ্য প্রদর্শনী মেলা ‘সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার’র উদ্বোধন

চট্টগ্রাম : পণ্য প্রদর্শনী মেলা ‘সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার’র উদ্বোধন করা হয়েছে। হোটেল আগ্রাবাদের দ্বিতীয় তলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন প্রিজম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক। সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট) আবিদা মোস্তফা।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত এই মেলা ৫ দিনব্যাপী চলবে। মেলায় ৩৫টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে হাতে সেলাই করা নিখুঁত পণ্য রয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর পুনরায় পথ চলা শুরু হলো এই মেলার।

আরো পড়ুন : চেয়ারম্যানকে ফের শোকজ, ব্যবস্থা নিতে সচিবের বিরুদ্ধে চিঠি জেলায়
আরো পড়ুন : ইউপি সদস্য বরখাস্ত

উইম্যান চেম্বারের সাথে আত্মার সম্পর্ক উল্লেখ করে কামরুন মালেক বলেন, ‘মেলা’ মানে শুধু কেনা-বেচা-লাভ নয়, এটা আমাদের মিলন মেলাও। সবাই নিজেদের কাজ ফেলে এখানে আসে। আমাদের ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, আমাদের সদস্যরা সারা বছর পথ চেয়ে বসে থাকেন কখন আমরা মেলা করবো।

তিনি বলেন, চায়নার বিশিষ্ট শিল্পপতি জ্যাকমার বলেছেন, ২০২০ সাল নিয়ে আমরা চিন্তা করবো না। আমাদের অনেকের চাকরি চলে গেছে, ব্যবসা নাই, এগুলো নিয়ে চিন্তার দরকার নাই। মনে রাখবেন শুধু ২০২০ সালে যদি বেঁচে যাই সেটাই হলো সবচেয়ে বড় মুনাফা। কামরুন মালেক বলেন, প্রত্যেক বছর আমরা অনেক বড় করে মেলার আয়োজন করতাম। কিন্তু মহামারী করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। বিশ সাল আমাদের যেভাবে বিষের মতো নিয়ে এসেছিল আমরা অনেকটা কাটিয়ে উঠছি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে বেঁচে থাকার চেষ্টা করবেন। কত টাকা লাভ করলেন সেই হিসেব করবেন না। যদি বেঁচে থাকেন সেটা অনেক বেশি মুনাফা মনে করবেন। যতোই দুঃখ-কষ্ট আসুক মনে সাহস রাখবেন। আমি শুধু প্রধান অতিথি হিসেবে আসি নাই, আপনাদের দেখবো, কথা বলবো এটাই আমার বড় আনন্দ।

কামরুন মালেক বলেন, গত এক বছর আমাদের সব মিটিংগুলো স্থগিত হয়ে গেছে। সব জায়গায় ভার্চুয়াল মিটিং করে যাচ্ছি তবে ফিজিক্যাল মিটিং করতে পারিনি। এখন আস্তে আস্তে শুরু করছি। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি। মানুষের সেবা করতে পারি, ভালোবাসতে পারি, দেশকে ভালোবাসতে পারি।

উদ্যোক্তাদের জন্য পাঁচ দিনব্যাপী হোটেল আগ্রাবাদে মেলার আয়োজন করায় মেলা কমিটির সভাপতিকে ধন্যবাদ জানান ব্যবসায়ী এ নেতা।

শেয়ার করুন