ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন সীতাকুণ্ডে

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন সীতাকুণ্ডে

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

রোববার (৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা আড়াইটার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। সীতাকুণ্ড উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

আরো পড়ুন : সৌদি আরবে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ খুলছে
আরো পড়ুন : আসামি নিখোঁজ : চট্টগ্রামের জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা মহিলাব ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জুলি, সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ, মৎস কর্মকর্তা মো. শামীম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছোফা,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন। শেষে শিশুদের মাঝে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।