রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুন্নী জনতার মতামত নিতে হবে

উত্তর জেলা আহলে সুন্নাতের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব সোলায়মান আনসারী।

চট্টগ্রাম : জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আগামী ১০ এপ্রিল (শনিবার) আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে উত্তর জেলা আহলে সুন্নাতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকাল ৪টায় হাটহাজারী বাসস্টেশনস্থ হোটেল আল জামানের ৩য় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমাআত চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী।

আরো পড়ুন : মহামায়ায় মহামিলন এসএসসি প্রাক্তনদের
আরো পড়ুন : ব্যাংক কর্মকর্তাকে ‘প্রেমের ফাঁদে ফেলে’ মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪

সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ মুফতি জসিমউদ্দীন আলকাদেরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আল্লামা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ সৈয়দ খোরশিদ আলম, আল্লামা আবুল কালাম বয়ানী, শাহাজাদা কাজী সৈয়দ আতিকউল্লাহ, মাওলানা নুরুল আলম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, হাফেজ আবদুর রহমান জামি, মাওলানা সামশুল আলম হেলালী, মাওলানা আলীশাহ নেছারী, মাওলানা জসিম উদ্দীন আবেদী, মাওলানা শহীদুল আলম শাহ আলহাদী, মাওলানা মীর হাছানুল করিম, মাওলানা সামশুল আলম নঈমী, মাওলানা মো. সালাউদ্দীন শাহ্ধসঢ়;, মাওলানা আবু জাফর হেলালী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসুলী, মাওলানা সাইফুর রহমান ফারুকী, অ্যাডভোকেট সৈয়দ মো. শাহজামান, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহম্মদ আলকাদেরী, মাওলানা মো. ইদ্রিছ আনছারী, অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ।

সভাপতির বক্তব্যে আল্লামা হাফেজ সোলায়মান আনছারী বলেন, দেশে সুন্নি সুফিবাদী জনতাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সুন্নি জনতা বরাবরই বঞ্চনা, উপেক্ষা ও অবহেলার শিকার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বিকৃত মতাদর্শীদের আখড়ায় পরিণত হয়েছে। দেশে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদে অসুন্নি ইমাম-খতিব নিয়োগের পাঁয়তারা চলছে। সব ক্ষেত্রে সুন্নিয়ত বিরোধীদের বেছে বেছে ক্ষমতায়ন ও পদায়ন করা হচ্ছে।

তারুখেদিতে সুফিবাদি সুন্নি জনতাকে সামনের কাতাওে এসে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কেউ অধিকার দেবে না, অধিকার ছিনিয়ে আনতে হবে। অবহেলিত সুন্নী সুফিবাদী জনতাকে সুন্নিয়তের শক্তিতে জেগে উঠতে হবে।

তিনি আরও বলেন, সুন্নী সুফিবাদি মুসলমানদের জাতীয় জাগরণ আজ সময়ের দাবি। জঙ্গিবাদি, ইসলামবিদ্বেষী ও বিকৃতকারী গোষ্ঠী আজ একাট্টা হয়ে সুন্নী পন্থিদের পরাভূত করতে চায়।

সুন্নিয়তের বিরুদ্ধে বাতিল পন্থিরা আজ এক কাতারে। অন্যদিকে অনৈক্য, কাদা ছোড়াছুড়ি,পারস্পরিক অশ্রদ্ধা ও বিভক্তির কারণে সুন্নীপন্থীরা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছে। আসন্ন সুন্নী মহাসমাবেশ বৃহত্তর সুন্নী ঐক্য গড়ার প্ল্যাট ফরম তৈরি করবে ও সুন্নিদের উজ্জীবনের ক্ষেত্রে প্রেরণা জোগাবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, মতবিনিময় সভায় আহলে সুন্নাত নেতৃবৃন্দ আগামী ১০ এপ্রিলের বিভাগীয় সুন্নী মহাসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার মাধ্যমে ঈমান-আক্বিদাকে শাণিত করার জন্য সকল সুন্নী জনতার প্রতি বক্তরা আহবান জানান।

শেয়ার করুন