মিরসরাইয়ে গ্রিল চাপায় প্রবাসীর মৃত্যু

রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া
রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া

চট্টগ্রাম : মিরসরাইয়ে গ্রিল চাপায় রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের তারা কাটিয়া এলাকার মনির আহাম্মদ মেস্ত্রী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হেঞ্জু মিয়া ওই বাড়ির হাবিবুল্লাহ সওদাগরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের প্রবেশ মুখে শ্রমিক দিয়ে নতুন লোহার গ্রিলের দরজা লাগানোর সময় হঠাৎ করে পড়ে হেঞ্জু মিয়ার বুকে আঘাত লাগে।

এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই নেছার আহাম্মেদ।