রাঙ্গামাটিতে মে দিবস পালনে প্রশাসনের অনুমতি মিলেনি, সমাবেশ পণ্ড

বিএনপি নেতৃন্দের তাৎক্ষণিক সংবাদ সম্মেলন। ছবি রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি : দলে আভ্যন্তরীন কোন্দলের কারণে আন্তর্জাতিক শ্রম দিবসের কর্মসূচী পালনে অনুমতি দেয়নি রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশ। প্রশাসনের অনুমতি ছাড়াই মিছিল করতে চাইলে পুলিশী বাধায় কর্মসূচী পণ্ড হয়ে যায়। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র রাঙ্গামাটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্যে দলীয় কোন্দলের  নেতৃবৃন্দ দলীয় কোন্দলের বিষয়টি তুলে ধরে।

সোমবার (১ মে) রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় আভ্যন্তরীন কোন্দলে মে দিবসের কর্মসূচী পালন করতে পারেননি বলে অভিযোগ করে শ্রমিক দলসহ বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতারা বলেন-‘মে দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেন জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। কিন্তু জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের প্ররোচনায় তা বাতিল করে দেয়া হয়। পরে বিকালের দিকে শহরের নিউ মার্কেটের সামনে একটি মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এতে কর্মসূচি পন্ড হওয়ায় রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে গিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে শ্রমিক দলসহ বিএনপি নেতারা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়াসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের পরামর্শে আমাদের দলীয় কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। তাদের প্ররোচনায় দলীয় কর্মসূচি বাতিল করে দিয়ে মো. শাহ আলম শহর ছেড়ে বাঘাইছড়ি চলে গেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি নেতারা।

 

শেয়ার করুন