চট্টগ্রামে হাতেনাতে আটক ৩ ছিনতাইকারী

পুলিশের হাতে আটক ৩ ছিনতাইকারী।

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর কলাবাগানের নাগিন পাহাড়ে ছিনতাই করতে গিয়ে ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-মো. সাইফুল ইসলাম প্রকাশ মোটা সাইফুল (২৫), মো. মহিন উদ্দিন সুজন (২৮) ও মো. সাইফুর রহমান (২৬)

আরো পড়ুন : মিরসরাইয়ে পুড়ছে সবুজ পাহাড়-ফলজ-বনজ বাগান, হুমকিতে জীববৈচিত্র্য
আরো পড়ুন : টাইপ মেশিন চোর থেকে সংসদ হুইপ ‘বিচ্ছু শামসু’

বিষয়টি নিশ্চিত করে, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক জানান, ২০ তারিখ রাতে সিলেট থেকে সেলিম নুর এন্টারপ্রাইজের নামে পাথর বোঝাই ট্রাক চট্টগ্রাম শহরে আসলে রাত ১ টায় চন্দ্রনগর কলাবাগান নাগিন পাহাড়ে মিজান সাহেবের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা পাথর আনলোড করছিল। তখন ৩ জন ছিনতাইকারী এসে পাথরের চালান কপি চান।

তারা চালান কপি দেখালে ছিনতাইকারীরা জোর করে চালান কপি নিয়ে নেয় এবং টাকা দাবি করে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে এবং শ্রমিকদের থেকে ২ লাখ টাকা নিয়ে নেয় । পরে শ্রমিকরা চিৎকার চেঁচামেচি শুরু করলে পুলিশ এসে ৩ ছিনতাইকারীকে আটক করে।

আটকদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন