সিএমপির প্রত্যেক থানা এখন অক্সিজেন ব্যাংক

সিএমপির প্রত্যেক থানা এখন অক্সিজেন ব্যাংক

চট্টগ্রাম : করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র পক্ষ থেকে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত নগরবাসীর সহযোগিতায় এখন থেকে প্রতিটি থানায় গড়ে তোলা হচ্ছে অক্সিজেন ব্যাংক।

দেশের অন্যান্য জেলার ন্যায় বন্দর নগরী চট্টগ্রামেও করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস দ্রুত সময়ের মধ্যে আক্রান্ত ব্যাক্তির ফুসফুসে সংক্রমিত হয়। এতে আক্রান্ত ব্যাক্তির শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। যথা সময়ে অক্সিজেনের সরবরাহ না থাকায় আক্রান্ত ব্যাক্তি মৃত্যুবরণ করছে।

আরো পড়ুন : মিরসরাইয়ে পুড়ছে সবুজ পাহাড়-ফলজ-বনজ বাগান, হুমকিতে জীববৈচিত্র্য
আরো পড়ুন : চট্টগ্রামে হাতেনাতে আটক ৩ ছিনতাইকারী

বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সিএমপির প্রত্যেক থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা ভাইরাস আক্রান্ত যে কোন ব্যাক্তির জরুরী প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে নগরীর যে কোন থানা থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সেই সিলিন্ডার প্রয়োজনমত রি-ফিল করা যাবে।

শেয়ার করুন