মেয়র আসলেন, তাই ডাম্পিংএ ছিটালো জীবাণুনাশক পাউডার

মেয়র আসলেন, তাই ডাম্পিংএ ছিটালো জীবাণুনাশক পাউডার

চট্টগ্রাম : সাধারণত ডাম্পিং এলাকায় কোরবানির ঈদে এসব পাউডার ছিটাতে দেখা যায়। বছরের আর কোন সময়ে জীবাণানশক পাউডার ছিটাতে দেখি না। আজ নতুন মেয়র আসলেন তাই দেখলাম পুরা ডাম্পিং এলাকায় জীবাণুনাশক পাউডার ছিটাতে। তবুও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ। এমন কঠিন করোনাকালের একদিন হলেও ছিটানো হলো জীবাণুনাশক পাউডার।

আরো পড়ুন : সিএমপির প্রত্যেক থানা এখন অক্সিজেন ব্যাংক
আরো পড়ুন : টাইপ মেশিন চোর থেকে সংসদ হুইপ ‘বিচ্ছু শামসু’

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আরেফিন নগরের ডাম্পিং এলাকা পরিদর্শনে আসার আগে পুরো ডাম্পিং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও সর্বত্র ছিটানো হয় জীবাণুনাশক পাউডার। এসময় আক্ষেপের সুরেই এসব কথা বলছিলেন স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক আবদুল কাদের রিপন। শুধু এই স্কুল শিক্ষকই নন, আরো বহু বাসিন্দার অনুভুতিও এরকম। বাসিন্দারা প্রতিনিয়ত এসব জীবাণুনাশক পাউডার ছিটানোর দাবী জানান।

শেয়ার করুন