শোবিজ ছাড়ছেন আশকা

আশকা গোরাডিয়া
আশকা গোরাডিয়া

শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী আশকা গোরাডিয়া।

২০০৩ সালে ‘কুসুম’ টিভি সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান আশকা। এরপর ‘লাগি তুঝে লাগান’ সিরিয়ালে অভিনয় করে বিশেষ খ্যাতি পান। ‘নাগিন’, ‘ডায়ান’সহ অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন : গুলশান ফ্ল্যাটে তরুণীর লাশ : বসুন্ধরা গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরো পড়ুন : রোগী বেড়ে গেলে অক্সিজেন সঙ্কট হবে : স্বাস্থ্যমন্ত্রী

এক সাক্ষাৎকারে অভিনয় ছাড়ার কারণে প্রসঙ্গে আশকা বলেন, ‘আমি সব সময়ই ব্যবসায়ী হতে চেয়েছি। এটি আমার রক্তে ছিল। দীর্ঘদিন থেকেই এটি করতে চাইছিলাম। অভিনয়ে হঠাৎ করেই এসেছি। মাত্র ১৬ বছর বয়সে মুম্বাইয়ে এসেছি। কিন্তু অভিনয় শুরুর পরও আমার মধ্যে ব্যবসা করার ভাইরাস ছিল। কিছু একটা করতে চাইতাম এবং অবশেষে এটি হতে যাচ্ছে। সবাইকে জানাতে চাই— অভিনয় থেকে আপাতত বিরতি নিচ্ছি এবং নিজের স্বপ্ন অর্জন করতে যাচ্ছি।’

ভবিষ্যতে শোবিজে ফেরার ইচ্ছা রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন যদি বলি, তাহলে একবারে যাচ্ছি। এটি সাময়িক নাকি স্থায়ী সময় বলে দিবে। তবে নিকট ভবিষ্যতে ফেরার কোনো ইচ্ছা নেই। ব্যবসার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকব।’

টিভি ধারাবাহিকে অভিনয় ছাড়াও বিগ বস সিজন সিক্সে প্রতিযোগী ছিলেন তিনি। সেই সময় তাকে নিয়ে বেশ আলোচানাও হয়। ২০১৭ সালে ব্রেন্ট গোবলকে বিয়ে করেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে নাচ বালিয়ে সিজন এইটে প্রতিযোগী হিসেবে হাজির হন তারা।

শেয়ার করুন