লামায় বিশুদ্ধ পানি হাতে হাজির পৌর মেয়র জহিরুল

লামায় বিশুদ্ধ পানি হাতে হাজির পৌর মেয়র জহিরুল

ফরিদ উদ্দিন (লামা) : বান্দরবান জেলার লামা পৌরসভায় হঠাৎ করে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় এগিয়ে এসেছেন লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। তিনি ভাউচারভর্তি পানি সরবরাহ করছেন মানুষের ঘারে ঘরে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ উদ্বোধন শুরু করেন লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাম।

আরো পড়ুন : হুইপের পক্ষে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পটিয়ায়
আরো পড়ুন : পাথর ভাঙার মেশিন ধ্বংস, বান্দরবানে জব্দ ১০হাজার ঘনফুট পাথর

প্রথম দফায় ৫ শতাধিক পরিবারকে কলস বালতিসহ বিভিন্ন পাত্র মাধ্যেমে পানি নিতে দেখ গেছে।

এদিকে গতকাল মেয়র জহিরুল ইসলাম তার ব্যক্তিগত আইড়ি থেকে সামাজিক মাধ্যমে ফেসবুক এটি স্টাটাস পৌরবাসীকে একটি র্বাতা প্রেরণ করেন ।

পানির জন্য কোন ধরেন সমস্যা সম্মুখীন হতে হবে না। লামা পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীর জন্য, পানির ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি লিখেছেন।

সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে নুনারবিল, মাষ্টার পাড়া, মধুঝিরিসহ কয়েকটি এলাকায় পৌরসভার ড্রামভর্তি ড্রামপার দিয়ে পানি বিতরণে ব্যস্ত সময় কাটিয়েছেন মেয়র জহিরুল ইসলাম।