[caption id="attachment_71185" align="aligncenter" width="720"]
সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বান্দরবান সেনা জোনের[/caption]
বান্দরবান : অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা জোন।
বৃহস্পতিবার (২৯এপ্রিল) বিকেলে বান্দরবান সেনা জোন এলাকায় অসহায় ও সুবিধা বঞ্চিত জনসাধারণকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
[caption id="attachment_71183" align="aligncenter" width="720"] সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বান্দরবান সেনা জোনের[/caption]
আরো পড়ুন : লামায় বিশুদ্ধ পানি হাতে হাজির পৌর মেয়র জহিরুল
আরো পড়ুন : পাথর ভাঙার মেশিন ধ্বংস, বান্দরবানে জব্দ ১০হাজার ঘনফুট পাথর
২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে সেনা জোনের পরিচালনায় এসময় শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ৫কেজি চাউল, ২কেজি আটা, ১কেজি লবন,১ কেজি চিনি, ৫০০ গ্রাম তেল, ১ কেজি ছোলা, ২ কেজি বুটের ডাল বিতরণ করা হয়।
[caption id="attachment_71184" align="aligncenter" width="720"] সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বান্দরবান সেনা জোনের[/caption]
এছাড়াও সেনাবাহিনীর উদ্যোগে জেলা সদরের লাংঙ্গী পাড়া, ক্যাচিংঘাটা, মধ্যম পাড়া, উজানি পাড়া, আর্মি পাড়া,মেম্বারপাড়াসহ বিভিন্ন পাড়ার অসহায়-সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন রকমের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। আগামীতে ও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনা কর্মকর্তারা জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত