এমপির নাম ভাঙ্গিয়ে প্রতারণার, যুবলীগ নেতা গ্রেফতার

আটক যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু

চট্টগ্রাম : রাউজানে এমপির নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হাসান মুরাদ রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। আটক রাজু হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারের বাড়ীর পীর আবুল কালামের ছেলে। রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন।

সোমবার (১০ মে) বিকেল ৪টায় এই তথ্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, গত রবিবার রাত ১১টার দিকে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার ঈদ উপহার
আরো পড়ুন : রিয়াজুদ্দিন বাজারের জুয়া-ইয়াবার আসর থেকে আটক ১৪

সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ডাবুয়া ইউনিয়নের বণিকপাড়া বিশু মহাজনের স্ত্রী শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী মামলা করেন।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, হাসান মুরাদ রাজু ইয়াবা ব্যবসা, স্বর্ণ চোরাচালান, প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাকে আজ (১০ মে) বেলা ২টায় আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন