কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সভাপতি নির্মল দেব সম্পাদক

খাগড়াছড়ি প্রতিনিধি : অপরুপ সুন্দর্য্যের লীলা ভুমি পার্বত্য জেলার পাহার রাণী খাগড়াছড়ি জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সনাতন সম্প্রদায়ের অন্যতম কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের পরিচালনা পর্ষদ এর ত্রিবার্ষিক সভায়  জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সভাপতি এবং নির্মল কান্তি দেবকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিসিষ্ট শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) রাতে লক্ষী নারায়ণ মন্দির সভা কক্ষে শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান ((প্রতিমন্ত্রী মর্যাদা) যতীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্দির পরিচালনা পর্ষদের সভায় পুরাতন কমিটিকে বাতিল ঘোষণা করা হয়।

পরে, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরের উপদেষ্টা কমিটির সদস্য তপন কান্তি দে’র  সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নব গঠিত কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সভাপতি এবং নির্মল কান্তি দেবকে সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা  প্রদান করেন। এসময় উপদেষ্টা পরিষদের সদস্য পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, ডাঃ মনোরঞ্জন দেব, ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, রণজিত পালিত, সুধীর দত্ত, ডাঃ বাবুল দাশ, সুদর্শন দত্ত, এডভোকেট রতন কান্তি দেসহ অন্নান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন