চট্টগ্রামের বিবির হাটে জহিরুলকে হামলার প্রতিবাদে মানববন্ধন, শাস্তির দাবি

বিবির হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার জহিরুল হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : পানদোকানী ভাইকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. জহিরুল ইসলাম (২৬) নামের এক যুবক। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন পালন করেছে চট্টগ্রাম ভবন ভাঙ্গা ও লোহা-কাটা শ্রমিকলীগ।

বুধবার (৩ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা সফর আলী। মানববন্ধনে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্থানয়ীয়রা জানান, নগরীর বিবিরহাট এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মো. জহিরুল ইসলামের উপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা মুমূর্ষু জহিরুলকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সিরাজুল হক জানান, “সিরাজুল হক বিবিরহাট এলাকার ক্ষুদ্র পান দোকানদার। তার দোকান থেকে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসীরা পান সিগারেট খেয়ে মূল্য না দিয়ে চলে যায়। এই ঘটনায় সন্ত্রাসীদের আত্মীয়স্বজনকে বিচার দিলেও কোনো লাভ হয়নি। ঘটনার দিন সন্ত্রসীরা সিরাজুল হককে ছুরিকাঘাত করতে চাইলে জহিরুল ইসলাম নিজের জীবনবাজি রেখে ভাইকে বাঁচাতে এগিয়ে আসে।” এসময় জহিরুলের উপর সন্ত্রাসীরা হামলা করে গুরুতর আহত করে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর নিকট এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।

শেয়ার করুন