হাটহাজারীর ১নং দক্ষিণ পাহাড়তলীতে জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশ

বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা আবুল কদর

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার আওতাধীন চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলীর সন্দীপ কলোনি এলাকায় এক বিশাল জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রবিবার (৭ মে) বিকাল ৪টার দিকে দক্ষিণ পাহাড়তলীর স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্টিত হয়।

উক্ত সমাবেশে মোঃ সিরাজুল মাওলা রেজার সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আবুল কদর, প্রধান বক্তা ছিলেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়র্ডের কাউন্সিলর তৌফিক আহম্মদ, প্রধান আলোচক ছিলেন সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলার ১২নং চিকনদন্ডী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হাছানুজ্জামান বাচ্ছু, হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর, মোঃ জিয়া আমানত নয়ন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সম্মিলিতভাবে এলাকা হতে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে হবে। কোন ধর্মে উল্লেখ নেই মানুষ হত্যা করে রাজত্ব কায়েম করা। জঙ্গিবাদ গোষ্ঠী দেশকে ধুলিসাৎ করার চেষ্টা করছে। জঙ্গি দমনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাবো। মাদক, সন্ত্রাস ও জঙ্গি এসব থেকে আমরা নিজ নিজ ছেলে মেয়েদের দূরে রাখবো। এবং সাথে সাথে এসবের বিরুদ্ধে এলাকায় এলাকায় সচেতনতামূলক সভা সমাবেশ করবো।

এদিকে উক্ত সমাবেশে অন্যন্যার মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবু সায়েম সেতু, গাজী আক্কাস, শফি, মাফুজ, লোকমান হাকিম, মন্নান, আহম্মদ নুর, আলী আজগর, সামসুল আলম, মইনউদ্দীন, আবদুল নবী লেদু, রাসেল, তাউসিফ, ওসমান, বক্কর, ফয়সাল, খালেক, তুষার, আফনান, সুমন প্রমূখ।

 

শেয়ার করুন