দোজখের ভয় দেখিয়ে ছাত্র নিয়ে শিক্ষক গেল দোজখে

দোজখের ভয় দেখিয়ে ছাত্র-শিক্ষক হাঁটলো দোজখের পথে

চট্টগ্রাম : মাদ্রাসা শিক্ষক প্রায় নিয়মিতই ছাত্রদের বলাৎকার করতেন। পরে ওইসব শিক্ষার্থীদের তিনি ভয় দেখাতেন এই বলে যে, বিষয়টি বাইরে জানালে দোজখের আগুনে জ্বলতে হবে। মাদ্রাসা শিক্ষককে আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই অকপটে বর্ণনা করেন তিনি। বিজ্ঞ আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দেন ওই শিক্ষক।

বুধবার (২৬ মে) নগরীর পাহাড়তলী এলাকার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ।

আরো পড়ুন : ছৈয়দ চেয়ারম্যানের উপর হামলার নিন্দা পটিয়া আওয়ামী লীগের
আরো পড়ুন : অধ্যক্ষ পরিচয়ের আড়ালে ইয়াবা বিক্রি করেন তিনি!

আজিজুর রহমান আজিজ পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত আব্দুস সালামের ছেলে। দারুস সুন্নাহ মাদ্রাসায় তিনি দীর্ঘদিন যাবত হেফজ বিভাগে শিক্ষকতা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গ্রেপ্তারের পর মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন