মিরসরাইয়ে বজ্রপাতে নিহত ছেলে, আহত বাবা হাসপাতালে

ছবি প্রতীকী
ছবি প্রতীকী

মিরসরাই (চট্টগ্রাম) : বজ্রপাতে মো. সাজ্জাদ হোসেন তারেক (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় তার বাবা মোশারফ হোসেন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী এলাকায় এই ঘটনা ঘটেছে।

সাজ্জাদ কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

আরো পড়ুন : নিজের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : চট্টগ্রামের কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি

ওই এলাকার বাসিন্দা মো. আরিফুল ইসলাম বলেন, পূর্ব ডোমখালী এলাকার পূর্ব ডোমখালী এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ ও তার ছেলে সাজ্জাদ বাড়ির অদুরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলে মারা যান। বাবা মোশারফকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। রোববার সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যান। তার বাবা মোশারফের অবস্থাও ভালো নয়।