বছরজুড়ে ক্লাস নিতে ‘টিভি চ্যানেল’ খোলার কথা ভাবছে সরকার

ডা. দীপু মনি (ফাইল ছবি)

বছরজুড়ে যেন শ্রেণিপাঠ সম্পন্ন করা যায় এজন্য একটি সুনির্দিষ্ট ‘টেলিভিশন চ্যানেল’ চালুর চিন্তা-ভাবনা করছে সরকার।

বৃহস্পতিবার (১৭ জুন) সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, “সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।”

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর গতবছর মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কয়েক দফা চেষ্টা করেও আর শ্রেণিকক্ষে ক্লাস শুরু করা যায়নি।

আরো পড়ুন : করোনায় নিহত ফতেপুরের মোরশেদ ওমানেই দাফন
আরো পড়ুন : হু ইজ পরীমনি, প্রশ্ন মির্জা ফখরুলের

এর মধ্যে গতবছরের এইচএসসি পরীক্ষা নিতে না পেরে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন ফল দিতে হয়েছে। বার্ষিক পরীক্ষা ছাড়াই স্কুলের শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে পরের ক্লাসে।

শেয়ার করুন