বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার পেলে অনুদানের চেক

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার পেলে অনুদানের চেক

কক্সবাজার (লামা) : উপজেলার সদর ও ডলুছড়ি রেঞ্জে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম কায়চার।

আরো পড়ুন : মঞ্জুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আরো পড়ুন : ঘোষণা ছাড়া গণপরিবহনের টেক্স বৃদ্ধির প্রতিবাদে সভা

সভায় বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, সহকারী বন কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমদ, ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন ছলিমুল হক, সাংবাদিক কামরুজ্জামান, সরই ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান মো. ফরিদুল আলম, লামা বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম।

এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন