করোনায় ১১৫ মৃত্যু, শনাক্ত ৮৮২২

করোনায় ১১৫ মৃত্যু, শনাক্ত ৮৮২২
ফাইল ছবি

ঢাকা : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অপরদিকে নতুন আরও ৮ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত সোমবারের আগের দিন ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৩ শতাংশ।

বুধবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড উল্লেখ করে অধিদপ্তরটি জানায়, দেশে নতুনদের নিয়ে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ লাখ ১৩ হাজার ২৫৮।

মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন।

শেয়ার করুন