লবণ সহিষ্ণু ধান চাষে সম্ভাবনার হাতছানি কুতুবদিয়ায়

লবণ সহিষ্ণু ধান চাষে সম্ভাবনার হাতছানি কুতুবদিয়ায়

কক্সবাজার (কুতুবদিয়া) : লবণ সহিষ্ণু ধান চাষের প্রচুর সম্ভাবনার হাতছানি দিচ্ছে কুতুবদিয়া। বর্ষায় সম্পূর্ণ খিলা (পরিত্যক্ষ) অবস্থায় পড়ে থাকা কয়েকশ’ হেক্টর লবণ মাঠের জমিতে লবণ সহিষ্ণু জাতের ধান চাষ করে কুতুবদিয়ায় খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

উপজেলার উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং ও লেমশীখালী গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে ওসব পরিত্যক্ত লবণমাঠে চাষাবাদ করছেন কিছু সংখ্যক কৃষক। তারা জানান, গত বছর ৪৭ নং জাতের ধান চাষ করে লাভবান হওয়ায় এ বছরও চাষ করছেন।

এবিষয়ে কৃষি কর্মকর্তা মুহাম্মদ মিজান বলেন, লবণ সহিষ্ণু ব্রি-৪৭, ৬৭, বিনা-৮ ও ১০ ধান জাতের চাষ করলে কম খরচে অধিক ফলন হয়।

আরো পড়ুন : লকডাউন অমান্য : অর্থদন্ড আদায় ভ্রাম্যমাণ আদালতের
আরো পড়ুন : ডেসটিনি এমডির জুম মিটিং, ৮ কারারক্ষী প্রত্যাহার

লবণ উৎপাদন লাভজনক মনে হওয়ায় উপজেলার ফসলি জমি সমূহ ক্রমান্বয়ে লবণমাঠে পরিণত করার প্রবণতা চলে আসছিল প্রায় তিন দশক আগে থেকে। এ ভাবে ফসলি জমি কমে যাওয়ায় পেশা ছেড়েছেন দ্বীপের হাজার হাজার কৃষক।

এছাড়া যত্র-তত্র লবণমাঠ হওয়ায় গাছপালা হচ্ছেনা বসতবাড়ী ও রাস্তাঘাটে।

এদিকে বিগত ১০ থেকে ১২ বছর ধরে লবণের দামও অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে জমি মালিক। লোকসান গুনতে গুনতে পেশা ছেড়েছেন এখানকার হাজার হাজার লবণচাষী।

এখন লবণ সহিষ্ণু ধান চাষের সম্ভাবনার হাতছানিতে বহু দ্বীপবাসীর মুখে হাসির ঝিলিক।

শেয়ার করুন