একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড আক্রান্ত

করোনায় সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড শনাক্ত
করোনায় সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড শনাক্ত। ছবি- ফাইল

ঢাকা: একদিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনায় ১৬৪ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের দিক থেকে নতুন আরও ৯ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ২২৯ জন। এ ছাড়া নতুন শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনসহ মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের দেহে করোনা পাওয়া গেছে।

পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ৩৪ হাজার ২ জনের। টেস্টের বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

শেয়ার করুন