
চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৯২৭ জনে দাঁড়াল।
সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রবিবারের আক্রান্তের সংখ্যা চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ১২ শতাংশ।
তিনি জানান, এতে পরিলক্ষিত হয় যে, চট্টগ্রামে সংক্রমণের হার বাড়ছে। মোট আক্রান্তদের মধ্যে ৪৭ হাজার ৩৮১ জন নগরের ও ১৩ হাজার ৫৪৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
রোববার করোনায় মারা যান পাঁচজন। তার মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৪ জন।
এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭২২ জন; এর মধ্যে ৪৮২ জন নগরের ও উপজেলার ২৪০ জন বাসিন্দা।