বিমানের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত

বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত
বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত।

ঢাকা: বিমানের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১ জুলাই থেকে অন্য সব গণপরিবহনের মতো বন্ধ রাখা হয়েছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও।

তবে এর একদিন পর বেবিচক জানায়, শুধুমাত্র বিদেশগামীদের ক্ষেত্রে অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে দেশি এয়ারলাইনসগুলো।

আরো পড়ুন : চট্টগ্রামে একদিনেই আক্রান্ত ৫৫৯
আরো পড়ুন : একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড আক্রান্ত

সোমবার (৫ জুলা্ই) বিকালে বেবিচকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। জারি করা সার্কুলারে দেশি এয়ারলাইনসগুলো অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন