
শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : মিয়ানমার থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসছে গরুর চালান_এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ এক চোরাকারবাররিকে আটক করেছে পুলিশ।
আটক চোরাকারবারি মো. কামাল মিয়া(৩৩) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশারতলী গ্রামের চেরারকূল এলাকার বশির আহাম্মদের ছেলে।
সোমবার (৬ জুলাই) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি মোটাতাজা গরু জব্দসহ এক চোরাকারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার থেকে অবৈধ ভাবে আনা ১৩টি গরুসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, এই আটক ব্যাক্তি ঈদ কোরবানকে সামনে রেখে এবং সীমান্তে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গরুর চালান নিয়ে আসে মায়ানমার থেকে।
আরো পড়ুন : পত্রিকার স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন, ভূয়া ৩ সাংবাদিক আটক
আরো পড়ুন : বাইসাইকেল পেলেন কুতুবদিয়ার ৪৩ গ্রাম পুলিশ
জব্দ ১৩টি গরুর অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৮৫ হাজার হতে পারে বলে ধারনা করছে পুলিশ।
আটক চোরাকারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।