নিজস্ব লাইটারে জেটিতে পণ্য খালাস করবে কেএসআরএম

নিজস্ব লাইটারে জেটিতে পণ্য খালাস করবে কেএসআরএম
নিজস্ব লাইটারে জেটিতে পণ্য খালাস করবে কেএসআরএম

চট্টগ্রাম: সদরঘাটে ইজারা নেওয়া লাইটার জেটি চালু করেছে কেএসআরএম। বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে নিজস্ব লাইটারে জেটিতে এনে পণ্য খালাস করবে কেএসআরএম।

অন্য তিন লাইটার জেটির ইজারাদার হলো- রুবি ফুড, বিএসআরএম এবং একেএস।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাটে ৪ নম্বর লাইটার জেটিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

নিজস্ব পণ্য লোড-আনলোড করা ছাড়াও ভাড়ার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের মালামালও লোড-আনলোড করা যাবে এ জেটিতে। তবে তা নির্ভর করবে কেএসআরএমের পণ্য বন্দরে থাকা না থাকার ওপর।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র হাইড্রোগ্রাফার নাসির উদ্দিন, ডেপুটি ট্রাফিক ম্যানেজার অপারেশন মো. সাইফুল আলম, নির্বাহী প্রকৌশলী সাইফুল হাসান চৌধুরী, কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক করিম উদ্দিন, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ক্যাপ্টেন গোলাম মোস্তফা, ক্যাপ্টেন আনোয়ারুল হক, প্রধান প্রকৌশলী গোলাম মর্তুজা, এজিএম মো. মুমিনুল হক চৌধুরী, কেএসআরেএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান রোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন