চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী গালকাটা জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী গালকাটা জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানা এলাকার সিএন্ডএফ টাওয়ারের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী গ্রুপের মো. জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীরসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীর (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) ও সাইদুর রহমান ইবু (২২)।

আরো পড়ুন : সাপের কামড়ে রামগড়ে শিক্ষার্থীর মৃত্যু
আরো পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই : দীপু মনি

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের দলপ্রধান জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিল। গরু বেপারি ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে নেয়া হয়। ওসি মহসীন আরো বলেন, গালকাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। কিন্তু সে এসব কাজ নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়েই করাচ্ছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

এছাড়াও মো. ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫টি, মো. সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২টি, মো. নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন