নাইক্ষ্যংছড়িতে বেড়িবাঁধ ভেঙ্গে অর্ধ শতাধিক পরিবার হুমকিতে

বান্দরবান: নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে ফারিখালের উপর নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পের বেড়িবাঁধ ভেঙ্গে রাস্তা-ঘাটসহ অর্ধ শতাধিক বসতবাড়ি এখন হুমকির মুখে। যে কোন মুহুর্তে বাড়ী ঘর পানির স্রোতে ভেসে ও ভেঙ্গে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও হুমকির মুখে রয়েছে শত শত লোকজন।

মঙ্গলবার (১০ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী এলাকায় রাজঘাট নামক স্থানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্পের কাজ করেছেন। কাজের সিডিউল অনুযায়ী রাবার ড্যাম সংলগ্ন খালের উভয় পার্শ্বে বেড়িবাধ নির্মাণ করে দেওয়ার কথা থাকলেও পাথরের ব্লক না দিয়ে দায়সারাভাবে স্কেবেটারের সাহায্যে খালের বালি দিয়ে তা নির্মাণ করে দিয়ে কাজ সম্পন্ন করে।

সম্প্রতি ভয়াবহ বন্যায় ও পাহাড়ী ঢলে বেড়িবাঁধ ভেঙ্গে পায়ে চলার পথসহ নদী গর্ভে চলে যায়। এতে এখন অর্ধ শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। আবারও বন্যা হলে বসতবাড়ী বিলীন হয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা ও যুবনেতা জসিম উদ্দীন জানান, বুদ্ধি হওয়ার পর থেকে এ ধরনের ভয়াবহ পানি আর দেখি নি। রাবার ড্যাম প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় এই ভয়াবহ পানির স্রোত গরীব অসহায় মানুষকে সর্বনাশ করে দিল। আমরা এলাকাবাসী দ্রুত বেড়ীবাঁধ নির্মানের দাবী জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, রাবার ড্যাম প্রকল্পের দায়সারা কাজে আমার ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শফি, ডাঃ হাসেম সরওয়ার, মাওলানা রিদওয়ান, হাজী নুরুন্নবী, ওসমান গনি মনু, পুতুইয়াসহ অনেকের বসতবাড়ি এখন হুমকির মুখে। তাছাড়া রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় চলাচল করতে জনসাধারণের ভীষন কষ্ট হচ্ছে। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। পাহাড়ি ঢল ও বন্যায় ভেঙে যাওয় রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি এডিসি) রাবার ড্যাম প্রকল্পের কনসালট্যান্ট রৌদ্র বাবুর মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের ব্যবস্থা নিবেন। তাছাড়া পরিদর্শন করে আলাদাভাবে প্রকল্পের মাধ্যমে বরাদ্দ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।