দিল্লি-কলকাতা রুটে বিমানের নতুন সূচি

ঢাকা: ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ ছিল। অবশেষে গত কাল পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ২০ আগস্ট থেকে এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট যোগাযোগ শুরু হচ্ছে।

এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিমানের যে কোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ার করুন