
চট্টগ্রাম: করোনাভাইরাসের টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে আটক করে। তখন সে গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছে বলে জানায়।
যদিও স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত সবগুলো ভায়ালের হিসেব দিতে হয়। ভায়ালগুলোও জমা দিতে হয়। এছাড়া খালি ভায়ালও কোনোভাবে বাইরে দেওয়ার সুযোগ নেই।
রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে।
আটক চবি শিক্ষার্থীর নাম- কমল দাশ। সে চবির মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে চবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, এক শিক্ষার্থী টিকা নিতে গিয়ে কাউকে না বলে একটি ভায়াল নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন জানান, তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যদি গবেষণার জন্য প্রয়োজন হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারে।