পরীমনির জামিন আবেদন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা: চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানির দিন আগামী ১৩ সেপ্টেম্বর ঠিক করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

রোববার (২২ আগস্ট) সকালে তার জামিন আবেদন করা হয়। সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরীমনির আইনজীবী মুজিবুর রহমান বলেন, ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ওই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

পরীমনির আইনজীবীরা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়ার পর পরীমনির জামিন চেয়ে ঢাকার সিএমএম আদালতে তিন দফা আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার জামিন আবেদন নাকচ করেন।

গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে পরীমনিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আর বেলা ২টা ৫০ মিনিটে তাকে হাজতখানা থেকে আদালতের এজলাসকক্ষে তোলা হয়।

পরীমনির আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন, আইনি পরামর্শের জন্য তারা পরীমনির সঙ্গে কথা বলতে চান। এটি তার আইনি অধিকার।

অবশ্য পরীমনির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে করা আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু। তিনি আদালতকে বলেন, ‘মামলার তদন্ত চলমান। আসামি জামিনও পাননি।

এমন অবস্থায় পরীমনির সঙ্গে আইনজীবীদের কথা বলার অনুমতি না দেওয়ার আবেদন করছি।’ পরে আদালত পরীমনির সঙ্গে কথা বলতে চেয়ে করা আবেদন নাকচ করেন।

শেয়ার করুন